Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলাম সারা জীবন মানুষের সেবা করে গেছেন

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম

নুরুল ইসলাম সারা জীবন মানুষের সেবা করে গেছেন

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গোয়ালন্দে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদে যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল এবং যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ।

বক্তব্যে পৌর মেয়র বলেন, দেশের জন্য মরহুম নুরুল ইসলামের অবদান অপরিসীম। দেশের জন্য তাকে আরও কিছু বছর বেঁচে থাকার প্রয়োজন ছিল। তিনি জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। অতঃপর দেশের অর্থনৈতিক পুনর্গঠনে যমুনা গ্রুপ সৃষ্টি করেছেন। গড়ে তুলেছেন বহু শিল্পপ্রতিষ্ঠান। এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সারাজীবন মানুষের সেবা করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি এই দেশপ্রেমিক কর্মবীরের রুহের মাগফিরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহসভাপতি শফিউদ্দিন মন্ডল, আনিছুর রহমান, শাহজাহান সিদ্দিক বিপ্লব, উপজেলা ফিড মালিক সমিতির সভাপতি ও স্বজন আব্দুর রহমান, স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সহিদুল ইসলাম, সাংবাদিক মইনুল হক মৃধাসহ মসজিদের সাধারণ মুসল্লি ও স্বজন সদস্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম ও স্বজন সমাবেশের ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আজম আহাম্মদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম