Logo
Logo
×

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে দোয়া

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৫:৩৯ এএম

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে দোয়া

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কোরআনখানি, স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

যুগান্তর স্বজন সমাবেশের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবার বে-সরকারি এনজিও কারিতাস মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

যুগান্তর স্বজন সমাবেশের  গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিএম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, নবনির্বাচিত পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূইয়া, স্বজন সমাবেশ গেীরনদী উপজেলা শাখার উপদেষ্টা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ.এম জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম মাসুম, কাল্ব এর সাবেক পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম। 

বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএম এফএস) এর উপজেলা শাখার সাধারন সম্পাদক হাসান মাহমুদ, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান, এশিয়ান টিভি’র গেীরনদী প্রতিনিধি জিএম জসিম, অনলাইন নিউজ পোর্টাল বি নিউজের সম্পাদক মোল্লা ফারুক হাসান, সাংবাদিক মেহেদী হাসান, স্বজন সমাবেশের গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক শিক্ষক শেখ খলিলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য সুকলাল তপাদার, তৌফিক বেপারী প্রমূখ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারী গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.মহিউদ্দিন খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম