বগুড়ায় দোয়া মাহফিল
নুরুল ইসলাম কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৩:৩৭ এএম
পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব বগুড়া শহরের বড়গোলায় জামিল শপিং সেন্টারের তৃতীয় তলায় যুগান্তর বগুড়া ব্যুরোতে স্বজন সমাবেশের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের সভাপতি শাহানূর শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রহমান সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, উপদেষ্টা বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম, স্বজন শান্ত শাহীন, প্রতত সিদ্দিক, হাবিবা নাসরিন, মাহাবুব টুটুল, মেরিনা জাহান, মাজেদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল শুধু জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেননি। তিনি যমুনা গ্রুপের মত প্রতিষ্ঠান গড়ে হাজারো মানুষের কর্মসংস্থান ও রুটিরুজির ব্যবস্থা করেন। দৈনিক যুগান্তরের মত পাঠকপ্রিয় পত্রিকার গোড়াপত্তন করেন। নুরুল ইসলাম বাবুল পৃথিবীতে না থাকলেও তিনি তার কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামিল শপিং সেন্টার মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন। তিনি মরহুম নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, তার পরিবারের সকল সদস্য ও যুগান্তরসহ সকল প্রতিষ্ঠানের আরো উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।