Logo
Logo
×

সারাদেশ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৫১ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেএমএস প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান মাওলানা হাবিবউল্লাহ কাঁচপুরী। 

এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক বিল্লাল হোসেন রবিন ও রজ্জব আলী সুপার মার্কেটের মালিক আব্দুল আজিজ। 

যুগান্তর স্বজন সমাবেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর, বাংলা টিভির জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য মো. আরিফ হোসেন, কামরুল হাসান, এম.এইচ সৈকত, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ রবিন, ছাত্রলীগ নেতা শ্রাবন মুন্সী, ব্যবসায়ী মো. মাইনুদ্দিন রনি ও রিয়াজুল ইসলাম প্রমুখ।

দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলুর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা হাবিবউল্লাহ কাঁচপুরী বলেন, নুরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। তিনি জীবন বাজি রেখে এ দেশের জন্য যুদ্ধ করেছেন। দুর্নীতিবাজদের মতো বিদেশে কোনো অর্থ পাচার না করে তিনি এ দেশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, নুরুল ইসলাম বাংলাদেশের যমুনা গ্রুপের স্বত্বাধিকারী। তিনি যমুনা গ্রুপের মাধ্যমে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার চলে যাওয়া বাংলাদেশ আরও শিল্পপ্রতিষ্ঠান থেকে বঞ্চিত হলো। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা হাবিবউল্লাহ কাঁচপুরী দোয়া পরিচালনা করেন। এ সময় নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়। দোয়ায় তার গড়া প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম