Logo
Logo
×

সারাদেশ

বৌদ্ধবিহারে মিলল অধ্যক্ষের ঝুলন্ত লাশ 

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:১৩ পিএম

বৌদ্ধবিহারে মিলল অধ্যক্ষের ঝুলন্ত লাশ 

ছবি: সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ির কালাঘাটা গোদার পাড়ের আর্য ভান্ত বৌদ্ধ বিহার থেকে অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ধুতাঙ্গ ভান্তে। 

শনিবার দুপুরে বিহারের একটি গুহার অংশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা এ হুমকি দিয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। পা মাটিতে লাগানো অবস্থায় থাকায় মনে হচ্ছে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

বান্দরবান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ জানান, ভিক্ষু ধুতাঙ্গ ভান্তেরা ভোরবেলায় ঘুম থেকে ওঠেন। কিন্তু আজ দুপুর পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে বিহারের অন্য ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত লাশ দেখতে পান। 

তিনি বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন। তবে ওই অংশে পেছন দিক থেকে লোকজন ঢুকতে পারে বলে জেনেছি।

রোয়াংছড়ি থানার ওসি পারভেজ আলী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম