Logo
Logo
×

সারাদেশ

‘নুরুল ইসলাম ছিলেন মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ’

Icon

ডামুড্যা (শরীয়তপুর)প্রতিনিধি 

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম

‘নুরুল ইসলাম ছিলেন মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ’

শরীয়তপুরের ডামুড্যায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় ডামুড্যা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা স্বজন সমাবেশের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে ও উপজেলা স্বজন সমাবেশের সদস্য সচিব সীমান্ত হাসান প্রিয়র সঞ্চালনায় কুরআন তিলাওয়াত ও শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ। 

বিশেষ অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের বাংলা প্রভাষক আশেকুজ্জামান, ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ বলেন, নুরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, তিনি শূন্য থেকে ৪৩টির অধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই গড়ে তুলেছেন নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান। ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের পথচলা। 

শোকসভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনোয়ার হোসেন, ডামুড্যা সাবরেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, ডিবিসি টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি ও ডামুড্যা প্রেসক্লাবের সহসভাপতি রাজিব হোসেন রাজন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম খোকন, সহসভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, মহিলাবিষয়ক সম্পাদিকা মিতালী মজুমদার, দপ্তর সম্পাদক ইয়ামিন কাদের নিলয়, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান বাবু, ক্রীড়া সংগঠক বিএম মিঠু প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম