টঙ্গীতে গাড়িচাপায় নারীর মৃত্যু
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম
আহত শিশু
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৩) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে বিআরটি প্রকল্পের স্টেশন রোড এলাকার উড়াল সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, শুক্রবার সকালে একটি বাসযোগে বিআরটি প্রকল্পের টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছান ওই নারী। এ সময় উড়াল সড়ক পারাপার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ওই নারীর শরীর থেঁতলে যায়।পরে পথচারীরা মৃত ওই নারীর লাশের পাশ থেকে তার কন্যাশিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মৃতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল নিহতের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করেন। পুরো শরীর থেঁতলে যাওয়ায় আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।