লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১১:৪৩ এএম
লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে মিনু বেগম (৪৩) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের মৃধ্যা বাড়ির সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানায় পুলিশ।
মিনু বেগম দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার। তারা নিহতের স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছেন।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যান। প্রায়ই তিনি খোল খুঁজতে যেতেন। আবার বিকালের মধ্যেই চলে আসতেন। কিন্তু গতকাল বিকাল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যা বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর লাশ পড়ে থাকতে দেখেন তারা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হবে।