Logo
Logo
×

সারাদেশ

কুবিতে হামলার প্রতিবাদে রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের

Icon

রাবি প্রতিনিধি 

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:২৩ পিএম

কুবিতে হামলার প্রতিবাদে রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের

কুবিতে হামলার প্রতিবাদে রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের। ছবি: যুগান্তর

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশনবাজার সংলগ্ন রেললাইনে জড়ো হয়ে রেললাইন অবরোধ করেন। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা রেললাইন অবরোধ করে রাখেন।

এর আগে বিকাল সাড়ে ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে বিভিন্ন হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের জড়ো করতে থাকেন। এরপর সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, ‘সারা বাংলায় খবর দে, কোটা পদ্ধতির কবর দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। 

এ সময় অর্থনীতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘কোটা কখনই বাংলাদেশের সংবিধান সমর্থিত না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ থাকে, মুক্তিযোদ্ধারা পিছিয়ে পরা জনগোষ্ঠী না। আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করছি। সেখানে হাইকোর্টও টালবাহানা শুরু করছে। সরকার নিজেই এটার সমাধান করতে পারে, সেখানে পেটোয়া বাহিনী পুলিশ কিভাবে ছাত্রসমাজের ওপর হাত তোলে। প্রতিবাদে আমরা রেল অবরোধ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি এভাবেই লাগাতার চলবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম