পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৬:৩৮ পিএম
ছবি: যুগান্তর
পুলিশের বাধা উপেক্ষা করে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে ববি গেটসংলগ্ন মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।
এর আগে সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেন ববি গেটে। পরে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়তে থাকলে পুলিশ পিছু হটে। ফলে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। যাত্রীরা হেঁটে গন্তব্যে রওনা দেন।
এ সময় প্রতিবন্ধী ও অনগ্রসরগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি তোলে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটাপদ্ধতি বহাল রেখে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। আমরা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায় করব। এজন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন শিক্ষার্থীরা।