Logo
Logo
×

সারাদেশ

ড্রেজারে বালু উত্তোলনের সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৩:৫২ পিএম

ড্রেজারে বালু উত্তোলনের সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু উত্তোলনের সময় মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় একটি পুকুর খননের সময় এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। অপরজন একই গ্রামের আসাদ আলীর ছেলে আলী মনছুর। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও ভৈরব থেকে দুজন ডুবুরি সদস্য এনে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার দিকে পানির নিচে মাটিচাপা অবস্থা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, গত মাস থেকে হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি। বুধবার রাত ১১টার দিকে কাজ করার সময় পাড় ভেঙে ৩ জন নিচে চাপা পড়ে যায়। একপর্যায়ে আমি জীবিত ফিরে এলেও বাকি দুজন নিখোঁজ হন। 

সরাইল থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম