উপজাতি কোটা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম
সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক উল্লেখ করে উপজাতি কোটা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবীব আজম, রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য উপজাতি কোটা সুবিধা রাখা হলেও এ অঞ্চলের ছোট ছোট জাতিগোষ্ঠীর লোকজন প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না। পার্বত্য অঞ্চলে বাঙালিসহ ১৩টি জাতিগোষ্ঠীর সমান উন্নয়ন নিশ্চিত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরির ক্ষেত্রে বিদ্যমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা বৈষম্য তৈরি করছে। এ ধরনের কোটার একচেটিয়া সুবিধা পাচ্ছে কেবল চাকমা সম্প্রদায়। এতে বঞ্চিত বাঙালিসহ ১৩টি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর করে শান্তি ও সম্প্রীতি স্থাপন করতে হলে একতরফা উপজাতি কোটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। সংস্কার করে কোটা চালু রাখতে হলে এর সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বৈষম্য দূর করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর জনসংখ্যা অনুপাতে সমান কোটা সুবিধা নিশ্চিত করতে হবে।