Logo
Logo
×

সারাদেশ

আদালতের রায় প্রত্যাখ্যান করে রংপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৯:১৮ পিএম

আদালতের রায় প্রত্যাখ্যান করে রংপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার ও ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। 

এ সময় সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেন তারা। সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। এতে বেরোবি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় হয়ে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেন। 

এ সময় তারা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী শামসুর রহমান সুমন, শিহাব মন্ডল, আহসান হাবিব, বিনা সরকার প্রমুখ।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কের দুইপাশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরও দেখা যায়। 

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন- ‘কোটা না মেধা-মেধা মেধা’ ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি। 

শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড' কর্মসূচির কারণে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে সড়ক পথে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন কয়েক জেলার যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকে নিরাপত্তা দিতে দেখা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম