কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৬:৫৩ পিএম
ছবি: যুগান্তর
সরকারি চাকরিতে কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে বুধবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
কোটা বাতিলসহ ৪ দফা দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মানববন্ধন করেন। এরপর ক্যাম্পাসের সম্মুখ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটা প্রথা মেধাবীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। তারা সরকারি চাকরিতে অবিলম্বে কোটা প্রথা বাতিল করে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের সুযোগ দেওয়ার দাবি জানান।
প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।