Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৩৩ পিএম

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

বন্যহাতির আক্রমণে নিহত গৃহবধূ জনু আরা বেগম। ছবি : যুগান্তর

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত গৃহবধূ জনু আরা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

এর আগে গত সোমবার রাত ১১টার দলছুট একটি বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি।

ওই গৃহবধূ উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়ার মো. হেলাল উদ্দিনের স্ত্রী। 

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে বের হয় জনু আরা বেগম। এসময় দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে গলে হাতিটি শুঁড় দিয়ে আছড়ে দেয় তাকে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যায় জনু আরা বেগম। 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বন্যহাতি পাহাড় সংশ্লিষ্ট লোকালয়ে এসে পড়ে। এতে লোকজনের প্রাণহানি ঘটে। হাতির আক্রমণে আহত নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম