ফাইল ছবি
বগুড়ায় নাইমা হাসান নুপুর (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এমএম ছাত্রী নিবাসের তৃতীয়তলায় তার নিজ রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নুপুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পত্নীচান এলাকার হাসান আলীর মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, পরিবারের সদস্যরা জয়পুরহাটের বিশ্বাসপাড়ায় বসবাস করেন। নুপুর বগুড়া টিএমএসএস নার্সিং কলেজে বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঠেঙ্গামারা এলাকায় এমএম ছাত্রী নিবাসের তৃতীয়তলার রুমে ভাড়া থাকতেন।
মঙ্গলবার দুপুরে ছাত্রী নিবাসের নিরাপত্তারক্ষী শাহানা নুপুরকে ডাকতে এসে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পান গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওড়না ছিঁড়ে লাশ হাঁটু মোড়া হয়ে আছে। রুমে তল্লাশি করে কয়েকটি চিরকুট পাওয়া গেছে। বিকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহমান জানান, রুমে কয়েকটি চিরকুট পাওয়া গেছে। তাতে নিজের চেহারা ভালো না হওয়ায় সবাই অবহেলা করে এমন কথা লেখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
তিনি আরও জানান, চেহারা ভালো না হওয়ায় তিনি হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার পরিবার থেকে আত্মহত্যার কোনো কারণ বলতে পারেনি।