Logo
Logo
×

সারাদেশ

‘পুলিশের কাঁধে বন্দুক রেখে কাউকে সুযোগ নিতে দেওয়া হবে না’

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম

‘পুলিশের কাঁধে বন্দুক রেখে কাউকে সুযোগ নিতে দেওয়া হবে না’

পুলিশের কাঁধের উপর বন্দুক রেখে কাউকে সুযোগ নিতে দেওয়া হবে না। পুলিশ যদি কোনো চাঁদা না তোলে তাহলে জন চলাচলের ফুটপাথ কেন দখলে থাকবে। ডাব বিক্রেতার কাছ থেকে ৩০ টাকা চাঁদা নিয়ে পুলিশ কেন কলঙ্কিত হবে। ফুটপাথ যাতে দখলমুক্ত থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম এ কথা বলেন।

গত ৪ জুলাই সিএমপির ৩২তম কমিশনার হিসবে দায়িত্ব গ্রহণের চার দিন পর প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাইফুল ইসলাম।

দামপাড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে নবনিযুক্ত কমিশনার নগরীর আইনশৃঙ্খলার অবস্থা কেমন, পুলিশের কোথায় কী গলদ আছে, কী করলে নগরবাসীকে উন্নত সেবা দেওয়া যাবে সেসব বিষয়ে পরামর্শ চান।

ফুটপাথ দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষ যাতে পুলিশ কমিশনারের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, তাদের অভাব-অভিযোগ জানাতে পারেন সে জন্য তার দরজা সবসময় খোলা থাকবে। কোনো ব্যারিয়ার থাকবে না বলে জানান।

একইভাবে ডিসি এডিসিরাও যাতে সাধারণ মানুষের কথা শোনেন, তাদের দরজাও যাতে সবার জন্য উন্মুক্ত থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ, উপকমিশনার (সদর) আবদুল ওয়ারীশ ছাড়াও সাংবাদিক নেতাদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, কোথায় কারা অপরাধে লিপ্ত, কিশোর গ্যাং কারা, তাদের প্রশ্রয় দিচ্ছে কারা তাদের তালিকা করা হবে। ছিনতাইসহ সব ঘটনায় মামলা দায়ের হবে। সবধরনের জিডির তদন্ত হবে। মামলা বাড়লেই অপরাধীদের রেকর্ড থাকবে। তাদের সহজে দমন বা খুঁজে বের করতে পারবে পুলিশ। পুলিশের মধ্যে কেউ যদি অপরাধ করে, দুর্নীতি করে, দায়িত্বে অবহেলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি কোনো দুষ্ট গরু রাখব না। প্রয়োজনে শূন্য গোয়াল থাকবে।

এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ভুয়া সাংবাদিকদের অনেকে ‘প্রেস লেখা’ স্টিকার লাগিয়ে অপকর্ম করে- এমন অভিযোগ আছে। তাদের কারণে মূলধারার সাংবাদিকরাও বিব্রত। এ ধরনের অপতৎপরতা রোধে ও ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে প্রেস লেখা গাড়ি তল্লাশি করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম