Logo
Logo
×

সারাদেশ

২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:০৭ পিএম

২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

সোমবার বেলা পৌনে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। 

এ সময় মহাসড়কে কোটাবিরোধী বিভিন্ন পথনাটক, প্রতিবাদী গান ও কবিতা উপস্থাপন করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেয়। 

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে মাঠে নেমেছি। আমাদের যৌক্তিক দাবি অতিদ্রুত মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম