Logo
Logo
×

সারাদেশ

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় যৌতুকের টাকা না পেয়ে সুমাইয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃত সুমাইয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের শাওন আলীর স্ত্রী এবং আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের মেয়ে। 

রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুমাইয়ার পরিবারের দাবি, যৌতুক না পেয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী শাওন পলাতক রয়েছে।

এলাকা সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্বামীর পরিবারের লোকজন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, ‘পরিবারের সদস্যরা মৃত অবস্থায় সুমাইয়াকে জরুরি বিভাগে নিয়ে আসেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট পুলিশকে জানিয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।’ 

মৃত সুমাইয়া খাতুনের মা রশিদা খাতুন বলেন, ‘দুই বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকে জামাই মেয়েকে মারধর করত। দুই লাখ টাকা যৌতুক দাবি করেছিল। টাকা দিতে পারিনি বলেই সে আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে সটকে পড়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’ 

চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ‘সুমাইয়াকে মারধর করার কথা কোনোদিন শুনিনি। আত্মহত্যা না হত্যা তা কিছুই বলতে পারছি না এখনই।’ 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘থানায় আত্মহত্যার অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্তের আগেই এ বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম