Logo
Logo
×

সারাদেশ

ব্রিজ থেকে বন্যার পানিতে লাফ, প্রাণ গেল শিশুর

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম

ব্রিজ থেকে বন্যার পানিতে লাফ, প্রাণ গেল শিশুর

কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে ব্রিজ থেকে লাফিয়ে খেলার সময় সাব্বির রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খামার তবকপুর মুসল্লিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের স্বজন ও এলাকাবাসী জানান, সম্প্রতি উপজেলার তবকপুর ইউনিয়নে বন্যার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সোমবার দুপুরে ওই ইউনিয়নের নিরাশির বিলে বড়ুয়া ব্রিজের উপর থেকে লাফিয়ে নালার পানির স্রোতের সঙ্গে ভেসে গিয়ে তীরে উঠে পুনরায় ব্রিজ থেকে লাফিয়ে সাব্বির ও তার সহপাঠীরা খেলাধুলা করছিল। এ সময় সহপাঠী পারভেজ (৯), মুজাহিদসহ (১০) অন্য শিশুরা তীর থেকে উঠে এলেও সাব্বির পানিতে তলিয়ে যায়।

সহপাঠীদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে নালার পানিতে খোঁজাখুঁজির পর সাব্বিরকে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সাব্বির তবকপুর ইউনিয়নের মুসল্লিপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।

তবকপুর ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম