Logo
Logo
×

সারাদেশ

হাওড়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম

হাওড়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে ইয়াছিন মিয়া (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মিয়া ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মো. করম আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ধনপুর হাওড়ে জাল দিয়ে মাছ ধরতে নৌকা নিয়ে বের হন ইয়াছিন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ইয়াছিন নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। 

আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ডুবুরি দল পৌঁছার আগেই দুপুর ১২টার মধ্যে ইয়াছিনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় জেলেরা। 

ইটনা থানার ওসি জাকির রব্বানী জানান, ইয়াছিন মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম