Logo
Logo
×

সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও দৌলতপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

পূর্ব শত্রুতার জেরে লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

পূর্ব শত্রুতার জের ধরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাটি ব্যবসায়ীর পিটুনিতে মো. ঝন্টু মিয়া (সোহাগ) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াউল গ্রামে ঈদগা মাঠের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার বেলা ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার (ওসি) সুমন কুমার আদিত্য।

নিহত ঝন্টু মিয়া (সোহাগ) (২৫) উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াউল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝন্টু মিয়া রোববার সন্ধ্যার পরে কালিয়া বাজার থেকে বাড়ি আসছিলেন। তার নিজ গ্রামের ঈদগা মাঠের সামনে এলে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাকিরের ছেলে জাহিদ (২১) ও তার ৮-৯ জন সহযোগী মিলে বেধড়ক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঝন্টুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

নিহত ঝন্টুর প্রতিবেশী চাচা আমিনুর রহমান বলেন, মাস দেড়েক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটিবোঝাই ট্রাক্টর চালানোর ঘটনা নিয়ে জাহিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম