কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সবায় বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন।
শনিবার পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।
‘পাকিস্তানে যেটা পারি নাই, এখনো সেটা পারছি না’
কেঁদে কেঁদে এমপি আব্দুর রউফ বলেন, শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।
এ ছাড়াও অনুষ্ঠানে ১০০টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ প্রায় ৯০০ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।