Logo
Logo
×

সারাদেশ

সিলেটের শিয়ালা হাওড়ে বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম

সিলেটের শিয়ালা হাওড়ে বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার শিয়ালা হাওড়ের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)। 

শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়ের লামা চলিতাবাড়ি, মাঝপাড়া, মোল্লাপাড়া, কান্দিপাড়া, বাইমারপাড়ায় দেড় শতাধিক পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার করে তেল দেওয়া হয়। 

এ সময় কিউএলএফের সমন্বয়ক ডা. দলিলুর রহমান বলেন, বন্যায় দুর্গতদের পাশে সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যের বিপদে আমাদেরকে এগিয়ে আসার মানসিকতা গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মো. মেহেদী হাসান খান, সিলেট সিটি প্যানেল মেয়র শাহজাহান, কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সদস্য ডা. সাইদুর রহমান সরদার, ব্যাংকার আসিফুর রহমান, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যাপক মু. আনোয়ার সাদাত, সাংবাদিক আহমেদ সারোয়ার ভুঁইয়া, স্থানীয় প্রবীণ রাজনীতিবিদ ফয়েজ আহমেদ, স্থানীয় মেম্বার রইস আহমেদ, মাদ্রাসা শিক্ষক মাওলানা শফিকুর রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম