Logo
Logo
×

সারাদেশ

ঘুস গ্রহণ ও অসদাচরণে আনসার কমান্ডার শামসুল ইসলাম চাকরিচ্যুত

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম

ঘুস গ্রহণ ও অসদাচরণে আনসার কমান্ডার শামসুল ইসলাম চাকরিচ্যুত

ঘুস গ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও তদন্ত কমিটিকে লাঞ্ছিত করায় মদন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ জুন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে (শামসুল আলম) চাকরিচ্যুত করা হয়। 

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়ায় কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে উৎকোচ নেন উপজেলা আসনার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম। কিন্তু তার তালিকা অনুযায়ী অনেক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়নি। 

এ বিষয়ে জানতে চাওয়ায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা কমান্ড্যান্ট। পরে তদন্ত কমিটির প্রধান সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুস সামাদসহ আরও দুই সদস্য ২৬ মে উপজেলা আনসার ভিডিপি অফিসে তদন্তে যান। ওই দিন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম তদন্ত কমিটির সামনে কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং কমিটির সব সদস্যকে লাঞ্ছিত করেন। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন জানান, তদন্তে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম