Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় হাওড় অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি 

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৬:২২ পিএম

কেন্দুয়ায় হাওড় অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভারি বৃষ্টি ও অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়েছে। অস্বাভাবিকভাবে পানি বাড়ার কারণে মানুষের দুর্ভোগ এখন চরমে। পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তা ও স্কুলের মাঠ। এরই মধ্যে ঈদের ছুটি শেষে বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও পানি হঠাৎ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। 

পানিবন্দি থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মোজাফরপুর ইউনিয়নের চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিয়া রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কান্দিঊড়া ইউনিয়নের আলী আলফাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, ঈদের ছুটি শেষে বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলেছে।  ইতোমধ্যে বন্যাকবলিত  উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি থাকায় ক্ষুদে শিক্ষার্থীরা আসতে পারছে না।  যেভাবে পানি বাড়ছে আরও বিদ্যালয় পানিবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাঠদান নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। 

আছিয়া রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূর মোহাম্মদ নভেল বলেন, বিদ্যালয়ের মাঠ, রাস্তাসহ চারিদিকে পানি থাকায় পাঠদান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

চারিতলা গ্রামের বাসিন্দা রাসেল মিল্কি জানান, বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি থাকায় ছোট্ট শিশুদের বিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে। তাছাড়া বন্যার পানিতে সাপের ভয় রয়েছে। চারিতলাসহ আশপাশের সব গ্রাম পানিবন্দি। রাস্তাগুলো নিচু হওয়ার কারণে সহজেই পানিতে তলিয়ে গেছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামিরুল হক বলেন, পানি বৃদ্ধির কারণে গ্রামীণ সড়ক,মানুষের বাড়িঘর ও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে সমস্যা হচ্ছে।  এ অবস্থায় পাঠদান  নিয়ে আমরা চিন্তিত।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বন্যার কারণে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে আছে। ওই সব বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থাকলেও পানিবন্দি থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কম। তবে পরিস্থিতির উন্নতি হলে শিক্ষার্থীদের উপস্থিতি  স্বাভাবিক হয়ে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম