কেসিসির কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দিলেন যুবলীগ নেতা
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১০:৩৭ পিএম
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্সকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নগরীর দৌলতপুর এলাকার একাধিক যুবলীগ নেতা এ হুমকি দিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন কাউন্সিলর প্রিন্স। পাশাপাশি কেসিসি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের কাছে লিখিত অভিযোগও করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
জানা যায়, দৌলতপুর এলাকার একটি মার্কেটের নানাবিধ সমস্যা নিয়ে কাউন্সিলর প্রিন্স কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, স্থানীয় সংসদ সদস্য এসএম কামাল হোসেনসহ কয়েকজনের সঙ্গে আলোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় একাধিক যুবলীগ নেতারা ক্ষিপ্ত হয়ে কাউন্সিলররেক প্রাণনাশের হুমকি দেন; যার পরিপ্রেক্ষিতে বুধবার কাউন্সিলর প্রিন্স যুবলীগ নেতাদের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ করেন।
কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স বলেন, কয়েকদিন পূর্বে
দেয়ানা এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা মো. ইসরাফিল হোসেন জনিসহ তার সঙ্গীয়রা আমাকে ও মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে আমি দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কেসিসি মেয়রও বিষয়টি জানেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, কাউন্সিলর একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।