Logo
Logo
×

সারাদেশ

কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম

কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: যুগান্তর

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুই পাশে কয়েকশ যানবাহন আটকে জনভোগান্তি হয়।  

এর আগে শিক্ষার্থীরা ববি গেটে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শিক্ষার্থীরা।  এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।  এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তব্য দেন ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ। 

বক্তারা বলেন, কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ।  কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হয়।  তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে।  মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে।  
তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে।  নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। 

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলো।  এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত একই দাবিতে সোমবারও ববি শিক্ষাথীরা বিক্ষোভ করেছিলো। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম