Logo
Logo
×

সারাদেশ

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১১:১৫ পিএম

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু

ছবি: ফাইল

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।  তার নাম কামরুল ইসলাম (২০)। সোমবার বিকাল ৩টার দিকে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে এ ঘটনা ঘটেছে। 

কামরুল মিঠাপুকুর উপজেলা সদরের কৃষ্ণপুর পুকুরপাড় এলাকার ভ্যানচালক মানিক মিয়ার ছেলে। তিনি মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন সংস্থার নিয়মিত খেলোয়ার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলা দেখার জন্য কামরুল ইসলাম ও তার ছোট ভাই আবু তাহের মিয়া (১২) কলেজ মাঠে আসে।  আধা ঘণ্টা পর আবু তাহের উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের ছাদে ওঠে।  বিষয়টি ঝুঁকিপূর্ণ ভেবে ছোট ভাইকে নিচে নামাতে ওই ভবনের ছাদে ওঠে পড়ে কামরুল। সেখানে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইন।  অসাবধানতাবশত সেই লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় কামরুল।  

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কামরুল ইসলাম মারা গেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম