Logo
Logo
×

সারাদেশ

হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু 

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৮:৪৫ পিএম

হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু 

অভয়নগরের নওয়াপাড়ার ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে।  ওই নারীর মৃত্যুর পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করেন। 

রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতি বেগম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের আরশাব শেখের মেয়ে।

রফিকুল ইসলাম মজুমদার নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, হাসপাতালটিতে অনিয়মের কোনো শেষ নেই। প্রায়ই ভুল চিকিৎসায় মানুষ মৃত্যুবরণ করে।  আমরা এ নারীর মৃত্যু মেনে নিতে পারছি না।  আমরা চাই ভুল চিকিৎসার অবসান হোক এবং এ মৃত্যুর সঠিক বিচার হোক। 

জানা গেছে, শনিবার ওই নারী ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই খুলনা বিভাগের পরিচালক ডা. মঞ্জুরুল মোরশেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করার পর পুত্রসন্তান জন্ম হয়।  পরে রাত ৩টার পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ওই নারী ভীষণ অসুস্থ হয়ে পড়ে।  অবস্থা খারাপ দেখে রোববার ওই নারীকে খুলনায় রেফার্ড করা হয়।  

স্বজনরা জানায় খুলনায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।  ইতি বেগমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।  পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মীমাংসার আশ্বাসে উত্তেজিত জনগণ আন্দোলন বন্ধ করেন। 

নিহত নারীর মৃত্যুর বিষয়ে হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, ডাক্তার সময় মতো সঠিক চিকিৎসা করার পরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা ওই নারীকে খুলনায় পাঠিয়েছি।  ওই রোগীর আইসিইউ খুব দরকার ছিল।  আমাদের চিকিৎসায় কোনো ভুল নেই। 

এ বিষয়ে ডা. মঞ্জুরুল মোরশেদ মোবাইল ফোনে জানান, চিকিৎসায় কোনো ভুল নেই।  অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা তাকে খুলনায় পাঠিয়েছিলাম। কিন্তু এভাবে ওই নারীর মৃত্যু হবে ভাবতেও পারছি না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম