Logo
Logo
×

সারাদেশ

সাঙ্গু নদীতে নৌকা ডুবে ২ স্কুলছাত্র নিখোঁজ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম

সাঙ্গু নদীতে নৌকা ডুবে ২ স্কুলছাত্র নিখোঁজ

ফাইল ছবি

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।  সোমবার দুপুরে তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে রুনাদন পাড়ায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।  এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় নিখোঁজ শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, সোমবার সকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে ৪-৫ জন লোক নৌকা যোগে রুনাদন পাড়ায় যাচ্ছিলেন।  নৌকাটি পদ্মঝিরি এলাকায় পৌঁছলে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়।  এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্রোতে ভেসে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী।  

নিখোঁজ দুজন রুনাদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। 

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে।  এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর শুনেছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম