Logo
Logo
×

সারাদেশ

হত্যা মামলায় কারাগারে উপজেলা চেয়ারম্যান 

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৫:৩১ পিএম

হত্যা মামলায় কারাগারে উপজেলা চেয়ারম্যান 

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া। ছবি : যুগান্তর

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. অসিকুল ভূঁইয়া   নামে এক যুবক নিহতের ঘটনায় করা মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে (লুটুল) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার দুপুরে তিনি গোপালগঞ্জ   জেলা   ও   দায়রা   জজ   আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. কামরুল হাসান তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত ১৯ মে কামরুজ্জামান ভূঁইয়া উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। 

উল্লেখ্য, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে   সদর   উপজেলার   চন্দ্রদিঘলীয়া   বাজার   এলাকায়   বিজয়ী   প্রার্থীর সমর্থক ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. অসিকুল ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার দুদিন পর ১৬ মে রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াসহ ২৩ জনের নাম উল্লেখ   করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নামে থানায় হত্যা মামলা করেন। 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ওই মামলায় এ পর্যন্ত তিনজন এজাহারভুক্ত এবং একজন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম