Logo
Logo
×

সারাদেশ

ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

Icon

উপকূল প্রতিনিধি 

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:১৫ পিএম

ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

ক্যাপসন: আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যানের  বাড়ি থেকে উদ্ধারকৃত ৩১৮ বস্তা সরকারি চাল (বামে)। ডানে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর।ছবি: যুগান্তর

পটুয়াখালীর দুমকীতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসত ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শনিবার রাত ১০টার দিকে উপজেলার জলিশা গ্রামে সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বাড়ির পূর্ব ভিটিতে হাবিবের ঘরে অভিযান চালিয়ে চেয়ারম্যানের নিজের রাখা চাল উদ্ধার করেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন মাহমুদ।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর জানান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি। পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায়। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদ যুগান্তরকে জানান, ইউনিয়ন পরিষদের বাইরে চাল মজুদ রাখার কোনো বিধান নেই। আপাতত চালের বস্তাগুলো সীলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম