Logo
Logo
×

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১১:৩১ পিএম

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে ঢালু থেকে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ড ফুলতলি গ্রামের মৃত্যু আলী মিয়ার ছেলে মো. আবু বক্কর (৫৫)। 

শনিবার দুপুর ১টায় আবু বক্কর প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। একপর্যায়ে আগের কাটা এ পাহাড় থেকে মাটি ধসে পড়লে তার মৃত্যু হয়।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, এ ঘটনা সত্য। পাহাড় ধসে তার মৃত্যু হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান,  বিষয়টি শুনে চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম