Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৬:৫১ পিএম

নেত্রকোনায় চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কসমেটিকস জব্দ করেছে টাস্কফোর্স। 

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। 

অভিযান শেষে শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের সদস্যরা।

অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধপথে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনিসহ অনুমোদনবিহীন দুই বস্তা নিম্নমানের কসমেটিকস জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। 

মো. মোস্তাফিজুর রহমান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম