
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
ট্রেনের দরজায় বসে দুই পা ভাঙল যাত্রীর

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
আরও পড়ুন
ট্রেনের দরজার গেটে পা ঝুলে থাকায় প্ল্যাটফর্মের সঙ্গে লেগে দুই পা ভেঙে গেছে এক যাত্রীর। তার নাম আব্দুর রহিম (৩৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
শুক্রবার সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী তিতাস কমিউটার ট্রেন সাড়ে ১১টায় টঙ্গী জংশনের এক নম্বর লাইনে প্রবেশ করে। এ সময় ট্রেনের একটি বগিতে দরজার মুখে দুই পা ঝুলিয়ে বসেছিল যাত্রী রহিম। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় রহিম দরজার গেটে দাঁড়িয়ে না পড়ায় তার দুই পা প্ল্যাটফর্মের সঙ্গে লেগে ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ আহতকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, যাত্রীর দুটি পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।