নেত্রকোনায় আড়াই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ৩ হাজার ৬১৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে।
জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার লেংগুরা ও খারনৈ সীমান্তের চেংগ্নী, বলমাঠ, কুড়াখালী, কচুগড়া, বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকায় অভিযান চালায় ট্রাস্কফোর্স। অভিযানটি সকাল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৬১৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি ট্রাস্কফোর্স। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৬ লাখ টাকা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, বাসাবাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে লেংগুরা ও খারনৈ সীমান্তের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৬১৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব চিনি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।