Logo
Logo
×

সারাদেশ

রংপুরে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:৫১ পিএম

রংপুরে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রংপুর মহানগরীতে সাদ্দাম হোসেন (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজিরহাট মেট্রোপলিটন থানার রনচন্ডি ধনিরপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি ওই এলাকার তহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন পেশায় একজন কৃষক হলেও তিনি মাঝে মধ্যে অটোরিকশা ও ট্রাক চালাতেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনুমানিক ৫শ গজ দূরে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ইমরান হোসেন। 

তিনি বলেন- নিহতের গলায়, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কারা হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম