Logo
Logo
×

সারাদেশ

সিরিয়াল ধর্ষক ভয়ংকর সেই রাফসান গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৭:৫২ পিএম

সিরিয়াল ধর্ষক ভয়ংকর সেই রাফসান গ্রেফতার

সিরিয়াল ধর্ষক রাহমাতুর রাফসান অর্ণবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনাজপুর আদালতের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। দিনাজপুর সদর থানায় দায়ের করা এক তরুণীর ধর্ষণের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন যুগান্তরকে বলেন, গ্রেফতারের পর রাফসানকে দিনাজপুর সদর থানা থেকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ভয়ংকর এই রাফসানের পিতার নাম জাহিদুল ইসলাম। তিনি একজন পুলিশ পরিদর্শক। বর্তমানে তিনি পুলিশের এন্টিটেররিজম ইউনিটে কর্মরত।

প্রসঙ্গত, গত ২ জুন দৈনিক যুগান্তরে ‘পুলিশ কর্মকর্তার গুণধর ছেলে সিরিয়াল ধর্ষক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পুলিশের উচ্চপর্যায় থেকে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এরপরই মাঠে নামে পুলিশ। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালানো হয়।

রাফসানের প্রেমের ফাঁদে পড়ে অনেক মেয়ে সর্বস্বান্ত হয়েছেন। এ তালিকায় উঠে আসা ভুক্তভোগীর সংখ্যা প্রায় অর্ধশত। দামি ব্র্যান্ডের গাড়িতে ডিএমপির লোগো ব্যবহার করে চলাচল করতেন হিরো বনে যাওয়া এই ভিলেন। যার টার্গেটের শিকার ধনাঢ্য পরিবারের মেয়েরা। শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াও নানা কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

পুলিশ কর্মকর্তার গুণধর ছেলে ‘সিরিয়াল ধর্ষক’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম