মালবাহি রেলে আগুন,ঢাকা-চট্টগ্রাম রুটে সিডিউল বিপর্যয়
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:১২ পিএম
ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মীরসরাই সদর সংলগ্ন এলাকায় মালবাহি রেলের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে প্রায় ৪ ঘণ্টা একটি লাইন বন্ধ থাকে। এসময় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলে ও সিডিউল বিপর্যয় ঘটে এই রুটে।
মীরসরাই পৌর সদরের স্থানীয় প্রত্যক্ষদর্শী আহছান উল্লাহ মিলন জানান, বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি রেল লাইনে হাটতে গিয়ে দেখেন ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলছে। চালক ট্রেন থামিয়ে সহকারি ও এলাকাবাসীসহ আগুন নেভানোর চেষ্টা করছেন।
এক পর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে চলে আসায় কোনো কন্টেইনারে আগুন না লাগায় মালামালের কোন ক্ষতি হয়নি।
এই বিষয়ে রেলওয়ের বড়তাকিয়া ষ্টেশান মাষ্টার সামছুদ্দোহা বলেন, বেলা ১১ টার মধ্যে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনটি চট্টগ্রাম নিয়ে যায়। এতে সাড়ে এগারটা নাগাদ একলাইন বন্ধ রাখতে হয়। পরবর্তীতে রুটের সকল রেল চলাচল স্বাভাবিক হয়ে যায়। তিনি আরও জানান, আগুন লেগে যাওয়া মালবাহি ট্রেনটি একটি কন্টেইনার রেল।