Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০১:৪৫ পিএম

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওভারটেক করতে গিয়ে পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের হেলপার এবং এক যাত্রী ছিটকে পড়ে নিহত  হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার তাজ উদ্দিন আহম্মেদের ছেলে সাইফ (২৫) ও বাসের হেলপার মো. কাশেম মিয়ার ছেলে রাজু (২০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কে বিসমিল্লাহ পরিবহণের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার দিকে যাচ্ছিল।  এসময় কসবার সৈয়দাবাদ এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে পেছন দিক থেকে বাসটি ধাক্কা দেয়। এতে বাসযাত্রী রাজু ও হেলপার সাইফ রাস্তায় ছিটকে পড়ে যান।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সান্যাল জানান, নিহত দুই যুবকের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গাড়ি দুটি আটক করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম