ফাইল ছবি
ভোলার চরফ্যাশনে ডোবায় পড়া টমটমের নিচে চাপা পড়ে আবু ছায়েদ (৯) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বাখের সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টায় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজারসংলগ্ন সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম ডোবায় পড়ে যায়। তাৎক্ষণিক টমটমচালক রুহুল আমিন তার দুঘর্টনাকবলিত টমটম রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই দিন বেলা ১১টার দিকে তার স্বজনরা ডোবা থেকে টমটমটি উদ্ধার করে নিয়ে যান।
পরে বিকালে ওই স্থানের ডোবায় একটি শিশুর মরদেহ দেখে তারা থানা পুলিশকে খবর দেন ।
নিহতের বাবা বাখের সরদার জানান, সকাল থেকেই শিশু আবু ছায়েদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শিশুটির স্বজনরা চারদিকে সন্ধান চেয়ে মাইকে প্রচার করেন। বিকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজারসংলগ্ন সড়কের পাশে শিশুর জুতা পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে ওই পানি ভর্তি ডোবায় তল্লাশি চালিয়ে শিশুর লাশ দেখতে পান। তার দাবি টমটমচালক রুহুল আমিন শিশু ছায়েদকে চাপা দিয়ে হত্যা করে ডোবায় ফেলে পালিয়ে গেছেন।
শশীভূষণ থানার পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। স্থানীয়দের ধারণা, নিহত শিশু পথচারী ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারানো টমটমটি সড়কের পাশে থাকা শিশুসহ পানিভর্তি ডোবায় পড়ে যায়। এতেই টমটমের নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হতে পারে।
শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, স্থানীয়দের খবরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।