Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস কর্মকর্তার চাঁদা দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস কর্মকর্তার চাঁদা দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া শাখা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ফকরুল হাসান, নিউ মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট প্রদান করে থাকে। কিন্তু ভ্যাট কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ মধ্য রাতেও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
এদিকে ২৫ জুন এই কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে মামলা দায়ের করেন মো. রাশেদুল হক নামে এক ব্যবসায়ী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ব্যবসায়ীদের করা অভিযোগ সত্য নয়। বিধি মোতাবেক আমি অভিযান পরিচালনা করে থাকি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম