Logo
Logo
×

সারাদেশ

উদ্দেশ্য চীনে পাচার

বাঘাইছড়ির নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৫০ পিএম

বাঘাইছড়ির নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ির নিখোঁজ এক পাহাড়ি কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। চীনে পাচারের উদ্দেশ্যে একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল তাকে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কিশোরী ১৯ জুন বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে রাঙামাটি সদরে আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ভুক্তভোগীর চাচা বলেন, তার ভাতিজি সোমবার তার এক বন্ধুকে ফেসবুকে মেসেজ দিয়ে জানায় তাকে ঢাকায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। এরপর ওই বন্ধু ঢাকায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে জানালে, তারা কৌশলে অবস্থান চিহ্নিত করে ওই বাসায় যায়। ভাতিজি তখন জানালা দিয়ে হাত ইশারায় নিজের অবস্থানের কথা জানায়।

পরিচয় গোপন রাখার শর্তে এক যুবক বলেন, আমরা ৯৯৯-এ কল দিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতা না পেয়ে বাঘাইছড়ি থানায় যোগাযোগ করি। এরপর উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তালা ভেঙে ঢোকে। ফ্ল্যাটের ভেতরে একটি কক্ষে ওই কিশোরী ছাড়াও পাশের আরেকটি কক্ষে এক চীনা নাগরিক ছিলেন। কিন্তু পুলিশ তাকে আটক করেনি। শুধু কিশোরীকে নিয়ে থানায় চলে যায়।

ভুক্তভোগী কিশোরী বলে, চীনে যাওয়াসহ বিভিন্ন প্রলোভনে এক নারী আমাকে ঢাকায় নিয়ে আসে। সোমবার সকালে পাচার চক্রের মামিয়া তালুকদার, সজীব চাকমাসহ আরও দুই নারী ওই ফ্ল্যাটে গিয়েছিল। আমার অবস্থানের কথা কাউকে বললে আমাকে মেরে ফেলা হবে বলে তারা আমাকে হুমকি দেয়।

জানা গেছে, সজীবের বাড়ি রাঙামাটির বরকলের ঠেগা এলাকায়। তার বাবার নাম হেমন্ত চাকমা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মানব পাচার মামলা আছে। মামিয়ার বাড়ি খাগড়াছড়ির বাবুছড়ার সহদেব কারবারি পাড়ায়। তার বাবার নাম কৃতি চাকমা।

ফ্ল্যাটে থাকা ওই চীনা নাগরিক কেন আটক করা হলো না- এমন প্রশ্নে ওসি ফরমান আলী বলেন, আমরা তাকে আটক করতে পারিনি। আটকের জন্য অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম