Logo
Logo
×

সারাদেশ

আইনের শাসন পাওয়া নাগরিকের অধিকার: প্রধান বিচারপতি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:২৮ পিএম

আইনের শাসন পাওয়া নাগরিকের অধিকার: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনের শাসন পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য তৈরি করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, বগুড়ায় বিচারপ্রার্থীর সংখ্যা অনেক। যেসব বিচারপ্রার্থী বগুড়া জজশিপে আসেন, তারা যেন আরামে বসতে পারেন, সে কারণেই এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা। এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জে তাদের বিশ্রামের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনের সময় সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী, মো. শহিদুল্লাহ, দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) শরমিন আকতার, দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, প্রধান বিচারপতির সফরসঙ্গী রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার তুহিন, বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম