Logo
Logo
×

সারাদেশ

কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির পলায়ন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৯:৪৫ এএম

কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির পলায়ন

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি।  মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি। 

আজ সকাল ৮টা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম