Logo
Logo
×

সারাদেশ

সঞ্চালন পাইপে ত্রুটি, ময়মনসিংহ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ 

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৮:৫০ পিএম

সঞ্চালন পাইপে ত্রুটি, ময়মনসিংহ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ 

সঞ্চালন পাইপে ত্রুটির কারণে ময়মনসিংহ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সোমবার বিকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের মিনিস্টার কোম্পানির পূর্বপাশে একটি কোম্পানির ভবন নির্মাণ কাজের জন্য পাইলিং করতে গেলে তিতাস গ্যাস সঞ্চালন পাইপ লাইনে আঘাত লাগে। এতে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় ওই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ণ চন্দ্র দে সোমবার রাত সাড়ে ১২টায় জানান, অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হয়েছে। এটি মেরামত প্রক্রিয়া অত্যন্ত জটিল।

‘সঞ্চালন লাইন মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সংযোগ কখন স্বাভাকি হবে তা বলা যাচ্ছে না।’ 

ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের জন্য গ্যাস লাইনে গত রাত ১১টার পর থেকে ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ মহানগরী, মুক্তাগাছা, শম্ভুগঞ্জ, নেত্রকোনা এলাকায় গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল শম্ভুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও উৎপাদনে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। 

এদিকে হঠাৎ করে গ্যাস না থাকায় গ্রাহকদের মাঝে নানা শঙ্কা এবং রান্নার কাজ করতে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম