Logo
Logo
×

সারাদেশ

রংপুরে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৯:৩৪ পিএম

রংপুরে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রংপুরে নিখোঁজ মোহাম্মদ আলী রকি (২৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার দুপুর ১টায় সদর উপজেলার সদ্যপুস্কুরণী ইউনিয়নের পালিচড়া এলাকার মরিচখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত আলী রকি মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার দুই দিন আগে তার সন্ধান চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। 

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, রোববার সকালে মরিচ তুলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ওই যুবকের পরনে জিন্সপ্যান্ট এবং ডোরাকাটা টি-শার্ট ছিল। মাথায় আঘাত করাসহ মুখ বিকৃত করে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটির দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। মুখ, হাত-পা এবং লজ্জাস্থানে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা দুই-তিন দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্যে মোহাম্মদ আলী রকি পেশায় অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে। তিন দিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। দুর্বৃত্তরা তাকে খুন করে অটোরিকশা ছিনিয়ে মরদেহ মরিচখেতে রেখে যায়।

এদিকে লাশ শনাক্তকারী মৃত রকির ভাগিনা মুক্তার আলী বলেন, তিন দিন আগে আমার মামা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর ২ দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমি আমার মামা হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের চিহ্নিত করে কঠিন শাস্তি দাবি করছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম