Logo
Logo
×

সারাদেশ

আমের ঝুড়িতে ১৪ লাখ টাকার ফেনসিডিল

Icon

যুগান্তর প্রতিবেদন, (ঢাকা উত্তর)

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৭:১০ পিএম

আমের ঝুড়িতে ১৪ লাখ টাকার ফেনসিডিল

আমের ঝুড়িতে করে প্রায় ১৪ লাখ টাকার ফেনসিডিল পাচার করার সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও ১২- এর একটি যৌথ আভিযানিক দল।

রোববার সকালে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল থেকে মাদক ব্যবসায়ী শান্ত আহমেদকে (২৩) গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আম সরবরাহের নামে কুষ্টিয়া জেলার বাসিন্দা শান্ত আহমেদ ফেনসিডিল পাচার করে আসছিলেন। রোববার সকালে শান্তর ফেনসিডিলের একটি বড় চালান বাইপাইলে নামবে খবর পেয়ে র‌্যাব-৪ ও ১২ যৌথভাবে অভিযান চালায়।

এ সময় শান্তর আনা প্রায় ২০টি আমের ঝুড়ি তল্লাশি করে দেখা যায়, প্রতিটি ঝুড়ির নিচে ফেনসিডিল দিয়ে তার উপরে আম সাজিয়ে বাইপাইলে আনা হয়েছে। এ সময় আমের ঝুড়িতে লুকিয়ে রাখা ৩৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৭২ হাজার টাকা।

শান্ত আহমেদের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাব জানায়, শান্ত দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম