Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২৯

Icon

নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৪:১৩ এএম

কলমাকান্দায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২৯

নেত্রকোনার কলমাকান্দায় খাস কালেকশন (বাজার ইজারা) নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ২৯ জন আহত হয়েছেন। 

শনিবার দুপুরে কলমাকান্দা সদরের পূর্ববাজার এলাকার মোড়ে উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন গ্রুপ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আহতরা হলেন-চয়ন গ্রুপের চয়ন, ফজলে হাসান রাব্বি, রেজাউর রহমান, আবদুল ওয়াদুদ রতন, মজিবুর রহমান, ইমরান হোসেন, মোশারফ হোসেন, সোহাগ মিয়া, আবুল হোসেনসহ উভয়পক্ষের ২৯ জন। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত লিটন মিয়া, শিপন মিয়া, মজিবর রহমানসহ চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ইজারা ডাককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মোবাইল ফোন বন্ধ থাকায় এ ঘটনায় কোনো পক্ষের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম